× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাতের অন্ধকারে মাটি ও বালি ফেলে দুর্ভোগ সৃষ্টি করেছে স্হানীয় গাজী নুরুল আমিন।

চট্টগ্রাম ব্যুরো:

২৭ নভেম্বর ২০২৫, ১৬:০৫ পিএম

চট্টগ্রাম নগরীর চকবাজারস্হ পশ্চিম বাকলিয়া ডিসি রোডের লাল মিয়া বাপের বাড়ীতে বসবাসরত প্রায় তিন হাজার বাসিন্দার চলাচলের প্রধান সড়কটিতে রাতের অন্ধকারে মাটি ও বালি ফেলে চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে 

স্থানীয় প্রভাবশালী গাজী নুরুল আমিনের বিরুদ্ধে। এলাকাবাসীরা জানান চলাচলের রাস্তাটি লম্বায় প্রায় ২৫০/৩০০ ফিট হলেও নিজ সুবিধার জন্য তার নিজ ভবনের সামনে মাত্র ৮/১০ ফিট দৈর্ঘ রাস্তা উঁচু করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এতে চরম দুর্ভোগে পড়েছে গর্ভবতী ও অসুস্থ রোগীসহ  প্রায় ২ থেকে ৩ হাজার বসবাসরত বাসিন্দা। এমনকি রাস্তাটি উচু করার ফলে কর্পোরেশনের নালায় পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। রাতের অন্ধকারে রাস্তাটি উচু করার সময় এলেকাবাসী বাধা প্রয়োগ করলে গাজী নুরুল আমিন বিভিন্ন রকম ভয়-ভীতি ও হুমকি প্রদান করেন, ভয় পেয়ে উপস্থিত  বাসিন্দা  ট্রিপল লাইনে ফোন করলে পুলিশ এসে গাজী নুরুল আমিনকে বিষয়টি দ্রুত সামাধান করার জন্য বলে গেলেও বেশকিছু দিন অতিবাহিত হওয়ার পরও গাজী নুরুল আমিন এ বিষয়ে কোন কর্ণপাত করেনি।

এমনকি মহল্লা কমিটিকে বিচার দিলেও গাজী আমিন কোন সমাধানে আসেনি।

বরং সমাধান করবেনা বলে প্রতিনিয় হুমকি ধামকি দিচ্ছে। এই বিষয়ে এলেকাবাসী স্হানীয় থানায় একটি জিডি করে। চলাচলে প্রতিবন্ধকতা বিষয়টি স্হানীয়রা গণমাধ্যমকে  জানালে গণমাধ্যম কর্মীরা দুর্ভোগের বিষয় নিয়ে রিপোর্ট সংগ্রহ করতে গেলে গাজী নুরুল আমিন গণমাধ্যম কর্মীকেও ভয়ভীতি ও হুমকি প্রদান করে যা ইতিমধ্যে বিভিন্ন স্যাটেলাইটে নিউজ হয়েছে গণমাধ্যম কর্মীকে হুমকি দামকি নিয়েও চকবাজার থানায় আরো একটি জিডি হয়েছে। স্হানীয়রা আরো জানান বিল্ডিং কোড অমান্য করে বাড়ী নির্মান করায় সিডিএতে তার বিরুদ্ধে  অভিযোগও রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এলাকা বাসী জানায় মুলত ৫ আগষ্ট সরকার পতনের পর স্হানীয়দের সাথে গাজী নুরুল আমিনের আচরন পাল্টাতে থাকে  কথায় কথায় এলেকাবাসীকে ভয়ভীতি দেখায়। যার একাধিক ভিডিও ফুটেজ রয়েছে। এলেকাবাসী আরো জানায় গাজী নুরুল আমিন বিএনপির কেউ না হলে ও ৫ আগষ্টের পর বিএনপির নাম ভাঙ্গিয়ে চলে করে। অথচ গত পনের বছরে সেই বিএনপির কোন কর্মকান্ডে ছিলনা এমনকি নিজেকে বিএনপি কর্মী বলেও পরিচয় দেয়নি। চলাফেরা ছিল এলেকার স্হানীয় আওয়ামীলীগ নেতাদের সাথে। এই বিষয়ে মহানগরের একদিক নেতার সাথে যোগাযোগ করা হলে তারা গাজী নুরুল আমিন নামের কাউকে চিনেনা এমনকি থানা ও ওয়ার্ড পর্যায়েও কেউ তাকে চিনতে পারেনি।  

এদিকে মহানগরের সাবেক সহ-সভাপতি আবু  সুফিয়ান বলেন অন্যায়কারীর কোন দল থাকতে পারেনা। বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ অপরাধ করলে সেই যদি বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্হা নেয়া হবে।

স্থানীয় প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবি দ্রুত রাস্তাটি পূর্বের অবস্থায় ফিরিয়ে দিয়ে স্বাভাবিকভাবে চলাচলের ব্যবস্হা ব্যবস্থা করে দেয়া হোক। অন্যতায় মানববন্ধন সহ তারা বিভিন্ন কর্মসূচি দিতে বাধ্য হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.