সাতক্ষীরা শ্যামনগরে বনবিভাগের অভিযানে বিপুল পরিমাণ ঝিনুক ও শামুক উদ্ধার করে নদীতে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এ অভিযানে নেতৃত্ব দেন বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) মোঃ জিয়াউর রহমান।
এসময় সুন্দরবন সংলগ্ন হরিনগর বাজার এলাকা হতে ৮শ কেজি ঝিনুক ও শামুক উদ্ধার করে চুনকুড়ি নদীতে অবমুক্ত করা হয়। তবে, অভিযানের খবর টের পেয়ে চোরা কারবারিরা কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত ঝিনুক ও শামুকের বাজার মূল্য দেড় লক্ষ টাকা।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মোঃ ফজলুল হক বলেন, সুন্দরবনের জীববৈচিত্র ও পরিবেশ রক্ষার্থে ঝিনুক ও শামুকের গুরত্ব অপরিসীম। তাছাড়া সরকারী ভাবে নদী থেকে ঝিনুক ও শামুক আহরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ঝিনুক ও শামুক পাঁচারের খবর গোপনে জানতে পেরে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করা হয়। এঘটনায় বন আইনে মামলা হয়েছে। চিহ্নিত ব্যক্তিদের আটকের চেষ্টা অব্যহত আছে।