কুমিল্লার হোমনায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকান্ডে গরু, ছাগল,কবুতর, ভেড়া ও হাঁস-মুরগি সহ দুইটি ঘর আসবাবপত্রসহ সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই দিনমুজুরের পরিবারটি নিঃস্ব হয়ে গেছে।
গতকাল দিবাগত রাতে উপজেলার জয়পুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কীভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে কেউ বলতে পারেননি।স্থানীয়রা জানান, হঠাৎ রাতে দিকে শান্তি মিয়ার বাড়ির গোয়াল ঘরে আগুন লাগে। পরে তাদের চিৎকারে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা চালায়। এরপর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। তবে ততক্ষণে গোয়ালঘরে বেঁধে রাখা সাতটি গরুর মধ্যে তিনটি ঘটনাস্থলেই পুড়ে যায়। বাকি চারটির মধ্যে দুই টি চিকিৎসা চলছে এবং অন্য দুইটি গুরুতর আহত গরু স্থানীয়দের সহায়তায় কম দামে জবাই করা হয়। এছাড়াও আগুনে আরও নয়টি ছাগল, পাঁচটি ভেড়ার পাশাপাশি হাঁস-মুরগি ও কবুতরও পুড়ে পুড়ে যায়। ধ্বংস হয়েছে দুটি ঘরও।
এদিকে খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আহত পশুগুলোর চিকিৎসা দেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় আইনগত সহায়তার আশ্বাসও দেন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ শান্তি মিয়া বলেন, আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। আর কিছুই রইল না। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি কীভাবে পূরণ করব। আমার সংসার কীভাবে চলবে।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা জানান, ক্ষতিগ্রস্ত পরিবার প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদন করলে সরকারি সহায়তার উদ্যোগ নেওয়া হবে। ঘটনাটি এলাকায় গভীর শোক ও উদ্বেগ সৃষ্টি করেছে।