ঝালকাঠি - ২ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ঝালকাঠির নলছিটিতে ব্যাপক গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতির পাশাপাশি সাধারণ জনতার ঢল দেখা যায়।
তিনি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের চর ষাইটপাকিয়া ফেরিঘাট এলাকা থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে নলছিটি ফেরিঘাট, মাটিভাংগা আবাসন, চর ষাইটপাকিয়া আবাসন, নলছিটি বেরিবাদ আবাসন, মাটিভাংগা, মালিপুর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মাঝে বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকের গণসংযোগ করেন।
এসময় জেলা বিএনপির সাবেক উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা ছালু, উপজেলা বিএনপি'র সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান হেলাল, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি শহিদুল হক শহিদ, ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক বাসার চৌধুরী , জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনায়েত করিম মিশু, পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রুস্তম তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক তৌহিদ আলম মান্না, সদস সচিব সাইদুল কবির রানা, উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক জিয়াউল কবির মিঠু, যুগ্ন আহবায়ক রেজওয়ানুল হক, পৌর যুবদল সিনিয়র যুগ্ন আহবায়ক বশির তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল হাওলাদার, মিরাজ তালুকদার, পৌর শ্রমিক দল সভাপতি সেলিম হাওলাদারসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।