× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুলবাড়িয়া পরির্দশনে নবাগত ডিসি মো. সাইফুর রহমান

মো. সেলিম মিয়া ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

২৭ নভেম্বর ২০২৫, ১৯:২৭ পিএম

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান ফুলবাড়ীয়ায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান ভূঞা। মতবিনিময় সভায় উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সকালে ফুলবাড়ীয়া পরিদর্শনে আসা নবাগত ডিসিকে থানা প্রাঙ্গণে লালগালিচায় সংবর্ধনা প্রদান করা হয়। পরে তিনি উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও পরিচিতি পর্বে অংশ নেন।

প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ : সকালের কর্মসূচি শেষে তিনি প্রতিবন্ধী শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে হুইল চেয়ার তুলে দেন। মাধ্যমিক স্তরের শিক্ষা উন্নয়ন, শিক্ষার্থীদের চরিত্র গঠন, সহশিক্ষা কার্যক্রম পুনরুজ্জীবিত করা এবং প্রতিষ্ঠানগুলোর সমান সুযোগ নিশ্চিত করতে করণীয় বিষয়ে আলোচনা করেন ডিসি সাইফুর রহমান।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন,বস্তু কোনো বাজিক শক্তি ছাড়া চলতে পারে না। আমাদের শিক্ষা ব্যবস্থারও একই কথা এখানে যে গ্যাপ রয়েছে তা পূরণ করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বিকশিত জাতি গঠনের মূল মাধ্যম শিক্ষক।

তিনি আরও বলেন, সব প্রতিষ্ঠানে সমান সুযোগ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করবে। শিক্ষকদের মর্যাদা অত্যন্ত উঁচু; সমাজ পরিবর্তনে তাঁদের ভূমিকা অপরিসীম। ক্রীড়া সামগ্রী বিতরণ সভা শেষে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টনসহ নানান ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক।

ভূমি অফিস পরিদর্শন : দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি ফুলবাড়ীয়া ভূমি অফিস পরিদর্শন করেন এবং সেবা কার্যক্রমের মানোন্নয়ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জোবায়ের হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুর মোহাম্মদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ যোবায়ের হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, সমাজসেবা অফিসার মোজাম্মেল হক, যুব উন্নয়ন কর্মকর্তা রওশন জাহানসহ বিভিন্ন দফতরের প্রধানগণ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.