× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাকালুকির হাওরখাল বিলের প্রকাশ্যে নিলাম ডেকেছে প্রশাসন

রেদওয়ান আহমদ, বড়লেখা (মৌলভীবাজার)

০১ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ পিএম

মৌলভীবাজারের বড়লেখার হাকালুকি ইউনিয়ন অফিস প্রাঙ্গণে সোমবার ১ ডিসেম্বর বেলা ২টায় অনুষ্ঠিত হবে হাওরখাল বিলের প্রকাশ্যে নিলাম। হাকালুকি ইউনিয়ন কর্তৃপক্ষ নিলামকে সবার জন্য উন্মুক্ত ঘোষণা করে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে।

এর আগে হাওরখাল বিলে খাস কালেকশন, অবৈধ মাছ আহরণ ও অনিয়ম নিয়ে বিভিন্ন অভিযোগ উঠার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসকের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি)-কে প্রধান করে বিএনপি, জামায়াত, খেলাফত মজলিশ, এনসিপি ও গণঅধিকার নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবক কমিটির (মনিটরিং সেল) প্রথম সভা গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌরপ্রশাসক নাঈমা নাদিয়া। দীর্ঘ আলোচনার পর মনিটরিং সেলের উপস্থিতি ও তদারকিতে শনিবার হাওরখাল বিলের মাছ আহরণ ও খাস কালেকশন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন তালিমপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নছিব আলী, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সহ-সভাপতি খলিলুর রহমান, এনসিপি’র জেলা যুগ্ম আহ্বায়ক তামিম আহমদ, উপজেলা খেলাফত মজলিশ সভাপতি কাজী এনামুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহফুজ, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা আব্দুন নুর তালুকদার, জামায়াতের সদর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম সুহেল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, উপজেলা যুবদল আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, মৎস্যজীবী প্রতিনিধি আব্দুল মুকিতসহ অন্যরা।

সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া জানান, হাওরখাল বিলের খাস কালেকশন ঘিরে বিভিন্ন অভিযোগ ওঠায় দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। অবৈধ মাছ আহরণ ও লুটপাটের ঘটনায় ইতোমধ্যে থানায় মামলা হয়েছে। জেলা প্রশাসকের সরাসরি নির্দেশনা অনুযায়ী আপাতত মনিটরিং সেলের তত্ত্বাবধানে সব কার্যক্রম পরিচালিত হবে।

তিনি আরও জানান, তিনিসহ কমিটির সদস্যরা হাওরে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং সরকারি মৎস্যসম্পদ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.