× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সৎমার বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি

০১ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ পিএম

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের গিলাকুড়ী গ্রামে পাঁচ বছরের শিশু নাঈমকে পিটিয়ে হত্যার অভিযোগে তার সৎমা জাহানারা বেগম (৩০) কে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, নাঈমের জন্মের এক বছর পরই তার মা মারা যান। পরে বাবা খলিলুর রহমান দ্বিতীয় বিবাহ করেন জাহানারা বেগমকে। পরিবারের অভিযোগ, সকালে নাঈম খাবার চাইলে সৎ মা ক্ষিপ্ত হয়ে শীল-পাটা দিয়ে মাথা ও শরীরে আঘাত করেন। পরে শিশুটিকে বাথরুমে ফেলে রাখা হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নাঈমকে উদ্ধার করে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ বাড়িতে আনার পর ক্ষুব্ধ এলাকাবাসী জাহানারাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

সৎমা জাহানারা বেগম দাবি করেন, নাঈম কীভাবে মারা গেছে তা তিনি জানেন না; স্থানীয়রা তাকে ভুল বুঝে মারধর করেছে। লাশের সুরতহালকারী আক্কেলপুর থানার উপপরিদর্শক গণেশ চন্দ্র বলেন, শিশুটির মাথায় কাটা দাগ এবং বুক ও কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জের ধরে শিশুটিকে হত্যা করা হয়েছে।

আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম বলেন, নিহত শিশুর সৎ মা-কে আটক করা হয়েছে। ঘটনাটি নিয়ে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.