লক্ষ্মীপুর সদর উপজেলার চর শাহী ইউনিয়নের নুরুল্লাপুর হাজী কালামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার জমি ও গাছপালা জবরদখলের চেষ্টা হয়েছে - এ অভিযোগ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। তাদের দাবি, গত শুক্রবার দুপুরে প্রবাসফেরত আব্দুল্লাহ মামুন শিপন মাদ্রাসার জমিতে প্রবেশ করে গাছ কাটা ও স্থাপনা নির্মাণের উদ্যোগ নেন।
অভিযুক্ত শিপন একই এলাকার মোল্লা বাড়ির নুরুল আমিনের ছেলে। তিনি নিজেকে সময় টিভির বিশেষ প্রতিনিধি ও চন্দ্রগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে থাকেন। শিপনের দাবি, জায়গাটি তাঁদের পৈতৃক সম্পত্তি এবং মালিকানার নথি অনুযায়ী তিনি দাবিদার।
এ বিষয়ে সময় টিভি কর্তৃপক্ষ জানিয়েছে, শিপন পূর্বে সৌদি আরব প্রতিনিধি হিসেবে কাজ করতেন। বর্তমানে তিনি দেশে থাকলেও মাদ্রাসার জমিতে হস্তক্ষেপ-সংক্রান্ত অভিযোগ বিষয়ে প্রতিষ্ঠানটির কোনো মন্তব্য পাওয়া যায়নি।
চন্দ্রগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি এ এস এম জাকারিয়া বলেন, “শিপনের এ কার্যক্রম সম্পর্কে আমি কিছু জানি না। বিষয়টি সম্পর্কে বিস্তারিত অবগত নই।”
ঘটনার পর চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। থানার ওসি ফয়জুল আজিম নোমান বলেন, “খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অবস্থা উত্তপ্ত হওয়ার আগেই নিয়ন্ত্রণে আনা হয়েছে।”
মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ, শিপন দলবল নিয়ে মাদ্রাসার সম্পত্তি দখলের উদ্দেশ্যে গাছ কাটা ও মাটি কেটে স্থাপনা করার চেষ্টা করেন। তারা এ ঘটনায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুর রহমান বলেন, “বহু বছরের পুরনো ধর্মীয় প্রতিষ্ঠানটির জমিতে এমন হামলার তীব্র প্রতিবাদ জানাই।”
লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা জানান, “অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”