× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালভার্ট নির্মানের দাবিতে মানববন্ধন

সিংড়া (নাটোর) প্রতিনিধি

০১ ডিসেম্বর ২০২৫, ১৩:৫১ পিএম

নাটোরের সিংড়ায় জলাবদ্ধতা নিরসনে পানি নিস্কাশনের জন্য কালভার্ট নির্মানের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১ টায় সিংড়া পৌর এলাকার কতুয়াবাড়ি মহলার ভুক্তভোগী পরিবারগুলো মানববন্ধন করেছে। এসময় তারা কালভার্ট নির্মান করে এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য সড়ক ও জনপদ বিভাগ, পৌর কর্তপক্ষ এবং স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। 

এসময় বক্তব্য রাখেন, দশরথ চন্দ্র সরকার, অখিল চন্দ্র সরকার, মিনা সরকার, বিধান কুমার সরকার, তিলক চন্দ্র সরকার, শ্যমলী সরকার প্রমুখ। 

বক্তারা জানান, সম্প্রতি সড়ক ও জনপদ বিভাগ থেকে সিংড়া- গুরুদাসপুর রাস্তা নির্মান কাজ শুরু হয়। কালভার্ট নির্মান কাজ শুরু হলেও তা আর হয়নি। এতে করে বৃষ্টি হলেই পশ্চিম পাশের ১৫/২০ টি বাড়ি জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। বসতভিটা, বাগান ডুবে যাচ্ছে। গাছপালা নষ্ট হচ্ছে এবং ফসলের জমি জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এজন্য তারা কালভার্টের দাবি জানিয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.