× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে আলাউদ্দিন নাসিম কলেজ চ্যাম্পিয়ন

‎‎‎শেখ আশিকুন্নবী সজীব, ফেনী

০১ ডিসেম্বর ২০২৫, ১৪:১২ পিএম

‎‎‎ফেনীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পরশুরামের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। ‎‎শহরের ভাষা শহীদ আব্দুস সালাম স্টেডিয়াম মাঠে গতকাল রোববার (৩০ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পরশুরামের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ দল বনাম ফেনীর জয়নাল হাজারী কলেজ দল মুখোমুখি হয়।দুটি দলের মধ্যকার খেলায় ১-১ গোলে ড্র থাকায় খেলাটি ট্রাইবেকারে রুপ নেয়। ‎ট্রাইবেকারে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ দল জয়নাল হাজারী কলেজ দলকে ৪-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

‎‎খেলা শেষে বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ফেনী পৌরসভার প্রশাসক মো. ইসমাইল হোসেন। 

‎প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলার কোন বিকল্প নেই। ‎শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। ‎তিনি আরও বলেন, মোবাইলের প্রতি আসক্তি কমিয়ে ও খারাপ আড্ডা না দিয়ে কিশোর ও তরুনদের খেলাধুলার যে কোন আয়োজনে অংশগ্রহণ করা উচিত। ‎এইরকম আয়োজন আরও বেশি বেশি হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

‎‎এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নাল হাজারী কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি ও ফেনী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক এম এ খালেক, জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক,পরশুরাম আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ক্যাপ্টেন (অব:) মো. দিদারুল আলম। ‎এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার।

‎‎ক্রীড়া সংগঠক আফসারুল হাই উজ্জ্বলের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জেলা কোচ দীপক চন্দ্র নাথ, ‎ক্রীড়া সংগঠক গিয়াস উদ্দিন হেলাল,ফেনী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য কফিল মাহমুদ রিয়াজ,শাহ ওয়ালী উল্লাহ মানিক,ফয়েজ করিম রনিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়ামোদী ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক দর্শক। 

‎‎টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজের খেলোয়াড় তাহামিনুল করিম,সেরা গোলরক্ষক একই কলেজের খেলোয়াড় তাফসিরুল ইসলাম এবং সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয় জয়নাল হাজারী কলেজের খেলোয়াড় ফাহিম মুনতাসির। 

‎‎যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং ফেনী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলো ক্রীড়া পরিদপ্তর।

‎‎জেলা ক্রীড়া অফিস সূত্রে জানা যায়, আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টটি উক্ত টুর্নামেন্টের তৃতীয় আসর ছিলো।টুর্নামেন্টে জেলা পর্যায়ের ১২টি কলেজ অংশ নিয়েছে।

‎টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল বিভাগীয় পর্যায়ের খেলায় অংশ নিবে। বিভাগীয় পর্যায়ে জয়ী দল জাতীয় পর্যায়ের খেলায় অংশ নিবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.