× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যমুনা ব্যাপারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী ছাত্রীর বিদায় জমকালো আয়োজন

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম

০১ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

কুড়িগ্রামের উলিপুরের যমুনা ব্যাপারী পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।  রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। নানান সাজে সজ্জিত বিধায়ী ছাত্র ছাত্রীদের ফুল বরন করে নেয়া হয়। এসময় অভিভাবক ও ছাত্রছাত্রীরা করতালি দিয়ে বিধায়ীদের অভিবাদন জানায়।। 

স্কুলের প্রধান শিক্ষক মোছা: মঞ্জুয়ারা বেগম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আবেগ প্রবন আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উলিপুর উপজেলা ইন্সটেক্টর লস্কর আলী,  বিধায়ী   ছাত্রী আফিয়া জান্নাত,  অভিভাবক ইদ্রিস আলী, খাদিজা বেগম, আবেদ আলী সাবেক  শিক্ষক বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সরকার, গোড়াই রঘুরায়ের প্রধান শিক্ষক নেয়ামুল হক,স্কুলের জমিদাতা মোহাম্মদ আলী শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাপিনা নুর জান্নাতি প্রমুখ।

উপস্থিত সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু  ও বিধায়ীদের অভিবাদন ও শুভকামনা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি ও স্কুলের প্রধান শিক্ষক মঞ্জুয়ারা বেগম। কবিতা আবৃত্তি নাচ গান পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে বিধায়ী ছাত্রছাত্রীদের কে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও শিখন সামগ্রী বিতরণ করা হয়। 

পুরো অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেবেকা বেগম ও দেবী নিতি রানী।। উক্ত অনুষ্ঠানে অত্র এলাকার নানান শ্রেণী পেশার লোকজন উপস্থিত

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.