× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষ্মীপুর ডিবির অভিযানে অস্ত্র ও সরঞ্জাম জব্দ, পলাতক ওয়ার্কশপ মালিক

মাহমুদুর রহমান মনজু লক্ষ্মীপুর প্রতিনিধি

০১ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৮ পিএম

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

ডিবির ওসি শাহাদাত হোসেন টিটুর নেতৃত্বে একটি দল সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের কলেজ রোড সংলগ্ন মোল্লা বাড়ি মসজিদের পশ্চিমে প্রায় ১০০ গজ দূরে অবস্থিত ‘নূহা অটো ট্রেডার্স অ্যান্ড লেদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে’ হানা দেয়।

অভিযানে ওয়ার্কশপের ভাড়াটিয়া মালিক নুর উদ্দিনের (প্রকাশ জিকু) লেদ মেশিনঘর থেকে বিপুল পরিমাণ দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে খবর পেয়ে ওয়ার্কশপ মালিক নুর উদ্দিন পালিয়ে যায় বলে জানায় পুলিশ। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মৃত আব্দুর গোফরানের ছেলে।

ডিবির ওসি শাহাদাত হোসেন টিটু জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওয়ার্কশপটিকে দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখা হয়েছিল। সুনির্দিষ্ট তথ্য পেয়ে আজ দুপুরে অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে থানায় হস্তান্তর করা হয়েছে। নুর উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ডিবির আরও জানায়, ওয়ার্কশপটিতে কীভাবে অবৈধ অস্ত্র উৎপাদন হতো এবং কারা এর সঙ্গে জড়িত—তা শনাক্ত করতে তদন্ত চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.