রাঙামাটির লংগদু উপজেলায় মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে ভাসান্যাদম ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণ ও বিপুল দর্শক উপস্থিতিতে পুরো এলাকাকে ফুটবল উৎসবে পরিণত করে।
ভাসান্যাদম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক তোফায়েল আহমেদ ও সদস্য সচিব মাহমুদুল হাসান জয় এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ নং রাঙামাটি আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-উপজাতি বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) মনিষ দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু নাছির, সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল এবং জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল লংগদু উপজেলা শাখার সভাপতি তোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত খেলা–প্রেমী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মাঠে সরব উপস্থিতির জানান দিয়েছেন।
ফাইনাল খেলায় দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণে মাঠজুড়ে সৃষ্টি হয় উত্তেজনা। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে অতিথিরা ট্রফি তুলে দেন।একই সঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়, যা আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে।
আয়োজক কমিটি জানায়, মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতিকে ধরে রাখা এবং স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে প্রতি বছরই এ টুর্নামেন্ট আয়োজন অব্যাহত থাকবে।