× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্র্যাক ব্যাংক তারা ও নিরাময়ের উদ্যোগে নারী গ্রাহকদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা সুবিধা

০১ ডিসেম্বর ২০২৫, ১৮:১৬ পিএম

কম খরচে নারী গ্রাহকদের এক্সক্লুসিভ ডিজিটাল স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার লক্ষ্যে নিরাময় ডিজিটাল সার্ভিসেস লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই উদ্যোগ প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে নারীর সুস্থতা নিশ্চিতে ব্র্যাক ব্যাংক তারা’র ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন।

এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক তারা ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডাররা নিরাময় ডিজিটাল ইকোসিস্টেমের মাধ্যমে কম খরচে ওষুধ ক্রয়, ডায়াগনস্টিক সেবা, কেয়ারগিভার সহায়তা এবং ফিজিওথেরাপি সেবা উপভোগ করবেন একদম ঝামেলাহীনভাবে। গ্রাহকরা নিরাময় অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে সার্ভিস বুকিং রিকোয়েস্ট দিতে ও পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। এটি কর্মব্যস্ত নারীদের জন্য স্বাস্থ্যসেবা সুবিধাকে আরও সহজ, সুবিধাজনক ও ঝামেলাহীন করবে।

এই চুক্তির উল্লেখযোগ্য অংশ হিসেবে তারা গ্রাহক ও তাঁদের পরিবারের সদস্যরা বিনামূল্যে তাৎক্ষণিক মানসিক স্বাস্থ্য সহায়তা পাবেন। এখানে নেই কোনো কনভেনিয়েন্স চার্জ। পাশাপাশি প্রথম দুই মাস থাকছে ২৪/৭ লাইভ ডক্টর কনসালটেশন সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে। পরবর্তীতে প্রেফারেন্সিয়াল রেট অনুযায়ী চার্জ প্রযোজ্য হবে। ডিজিটালি মানসম্মত স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করে তুলতে এটি একটি উল্লেখযোগ্য উদ্যোগ।

এই উদ্যোগের বিষয়ে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, “নারীদের জীবনে অর্থবহ অবদান রাখার লক্ষ্য নিয়ে ব্র্যাক ব্যাংক তারা কাজ করে। নিরাময়ের সঙ্গে আমাদের এই উদ্যোগ নারী গ্রাহকদের জন্য স্বল্প খরচে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ নারীদের সামগ্রিক সুস্থতা নিশ্চিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে, যা সামাজিক ক্ষমতায়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

এই উদ্যোগটি নারীদের জন্য সুবিধাজনক স্বাস্থ্যসেবা নিশ্চিতে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ব্যাংকটি নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতা ও সামগ্রিক সুস্থতার মধ্যে থাকা ব্যবধান দূর করে এমন একটি ভবিষ্যৎ গঠন করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে প্রতিটি নারী হাতের কাছে নির্ভরযোগ্য ডিজিটাল স্বাস্থ্যসেবা পাবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.