দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে বহিষ্কৃত পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. ওয়াহিদ সরোয়ার কালামকে আবারও দলে ফিরিয়ে নেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, পূর্বে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে বিষয়টি পুনরায় বিবেচনা করে শাস্তি প্রত্যাহার করা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত মোতাবেক অ্যাড. ওয়াহিদ সরোয়ার কালামের বিরুদ্ধে আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় বিএনপির প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।