× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উজিরপুরের শিকারপুরে বসতঘর ভাঙচুর ও হামলার অভিযোগ: দুইজন হাসপাতালে

নুরুল ইসলাম আসাদ, উজিরপুর-বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ

০১ ডিসেম্বর ২০২৫, ১৮:২৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নে তুষার কান্তি দত্ত নামে এক অসুস্থ ব্যক্তির ভোগদখলীয় ভিপি কেস নং ১২/৮১ জে. এল নং ৮৬ মৌজা শিকারপুর সম্পত্তি দখলের চেষ্টা ও বসতঘর ভাঙচুরকে কেন্দ্র করে বিবাদী জসিম হাওলাদার গং সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে। এতে বেলায়েত খাঁন (৫৫) ও আবুল কালাম সরদার (৫৭) নামে দুই ব্যক্তি গুরুতর আহত হয়ে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ ঘটনায় বিবাদী জসিম হাওলাদার গং এর বিরুদ্ধে পাঁচ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, তুষার কান্তি দত্ত বরিশালে চিকিৎসাধীন থাকায় দীর্ঘদিন ধরে তার সম্পত্তি দখলের জন্য একই গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি পায়তারা করে আসছিল। গত ২৭ নভেম্বর বিকেল ৫টার দিকে বিবাদীরা পুনরায় উক্ত সম্পত্তিতে প্রবেশ করে বসতঘর ভাঙচুর করে। বিষয়টি টের পেয়ে বেলায়েত খাঁনসহ এলাকাবাসী ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে বিবাদীরা অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি-ধমকি দিতে থাকে।

এসময় বেলায়েত খাঁন প্রতিবাদ করলে বিবাদীরা সমবেত হয়ে তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। কিল-ঘুষি ও লাথির আঘাতে তিনি শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখমপ্রাপ্ত হন। তাকে রক্ষা করতে এগিয়ে এলে সাক্ষী আবুল কালাম সরদারকেও বেধড়ক মানধর করে আহত করা হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে দু’জনকে উদ্ধার করেন।

ঘটনার পর আত্মীয়-স্বজনেরা আহতদের দ্রুত উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগের সময় আহতদের পুনরায় খুনজখমের হুমকি দিয়ে যায় বলে অভিযোগে জানানো হয়েছে। আহত বেলাতেয় খাঁন অসুস্থ অবস্থায় হাসপাতালে থেকেই সাক্ষীর মাধ্যমে অভিযোগটি থানায় পাঠান।

এ প্রসঙ্গে স্থানীয়দের দাবি, এর আগেও সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ভাঙচুর বন্ধে বিবাদীদের সতর্ক করেছিল। তবুও তারা সরকারি নির্দেশ অমান্য করে পুনরায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

উল্লেখ্য থাকে যে ভাংচুর কৃত স্থাপনাটি একটি ঐতিহ্যেবাহী হিন্দু ধর্মাবলম্বীদের তৈরি কয়েকশত বছেরর পুরাতন ভবন। ভবনটি তৎকালীন কারুকার্য সম্বলিত এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঐতিহ্যের প্রতীক হিসেবে দীর্ঘদিন ধরে এলাকাবাসী জেনে আসছিলেন।

এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.