আইন মেনে সড়কে চলি,নিরাপদে বাড়ি ফিরি। পথ যেন হয় শান্তির মৃত্যুর নয়। সড়ক দুর্ঘটনায় রোধে মানসম্মত হেলমেট ব্যবহার করি। এ স্লোগানকে বুকে লালন করে ফেনীর দাগনভূঞায় নিরাপদ সড়ক চাই এর ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার দুপুরে দাগনভূঞা বাজারের জিরো পয়েন্ট থেকে শুরু করে র্যালিটি প্রধান,প্রধান সড়ক পদক্ষিন শেষে নিরাপদ সড়ক চাই কার্যালয়ে, দাগনভূঞা শাখার সভাপতি দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: শাহীদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিদুল আলম,উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর নুর নবী দুলাল, মোহনা টিভির ডেক্স ইনচার্জ শহীদুল আলম ইমরান, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইসমাইল,আলা উদ্দিন আলো, নিসচার উপদেষ্টা মিজানুর রহমান হিরো, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মেডিকেয়ার হাসপাতালের ব্যবস্হাপনা পরিচালক আবু হায়দার পলিন,বন্ধুর বন্ধনের সভাপতি গোলাম রসুল মেনন, বীরমুক্তিযোদ্ধা আল তাহের প্রমূখ।