× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুলবাড়ীয়ায় সার কেলেঙ্কারি: ৫০ বস্তা ডিএপি সারসহ দুই ভ্যানচালকের দণ্ড

মো: সেলিম মিয়া ফুলবাড়ীয়া প্রতিনিধিঃ

০১ ডিসেম্বর ২০২৫, ১৮:৩১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিএডিসি’র ডিএপি সার পাচারের সময় ৫০ বস্তা সারসহ দুই ভ্যানচালককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় বালিয়ান ইউনিয়নের তেলিগ্রাম সড়কের মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর মোহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুক্তাগাছা রোডে চলমান একটি ভ্যান থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় ভ্যানচালকরা জানান, তারা ফুলবাড়ীয়া বাজারের হাজী রোড এলাকার একটি দোকান থেকে ৫০ বস্তা সার মুক্তাগাছা এলাকায় নিয়ে যাচ্ছিলেন; তবে দোকানের সুনির্দিষ্ট নাম বলতে পারেননি।

পরিস্থিতি বিবেচনায় সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ অনুযায়ী দুইজন ভ্যানচালককে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

জব্দ সার কৃষকদের মাঝে বিক্রি অর্থ সরকারি কোষাগারে জমা
অবৈধভাবে পাচারকৃত ৫০ বস্তা ডিএপি সার বাজার মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে প্রতি বস্তা ১,০৫০ টাকা দরে বিক্রি করা হয়। বিক্রি থেকে প্রাপ্ত ৫২,৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

কালোবাজারি চক্র দীর্ঘদিন সক্রিয় বোরো মৌসুমে সংকট তৈরির ফন্দি
কৃষি অফিসার নূর মোহাম্মদ বলেন,
আগামী বোরো মৌসুমকে সামনে রেখে একটি চক্র দীর্ঘদিন ধরে সার পাচার করে সংকট তৈরির চেষ্টা করছে। কৃষি বিভাগ সবসময় তৎপর রয়েছে। অবৈধ সার ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার বলেন,বিধি অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ফুলবাড়ীয়া উপজেলার সার অন্যত্র পরিবহন বা পাচার আইনত দণ্ডনীয় অপরাধ। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে একটি সংগঠিত চক্র বিভিন্ন দোকান ও গুদাম থেকে সার সরিয়ে বাইরে পাচার করে আসছে। বোরো মৌসুমে কৃত্রিম সংকট তৈরি করে মুনাফা করারই ছিল তাদের মূল উদ্দেশ্য।
প্রশাসনের এই অভিযানকে ‘সময়সাপেক্ষ ও প্রয়োজনীয় পদক্ষেপ’ হিসেবে দেখছেন স্থানীয় কৃষকরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.