× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজশাহী পর্যটন মোটেলের সভাকক্ষে গণমাধ্যমকর্মীদেরকে

রাজশাহী ব্যুরো:

০২ ডিসেম্বর ২০২৫, ১৩:২৯ পিএম

রাজশাহী পর্যটন মোটেলে এনসিপির দুই পক্ষের উত্তেজনা চলার সময় গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হয়েছিলেন দুই এনসিপি নেতা। তারা উপস্থিত সাংবাদিকদের সাথে অসদাচরণ ও কক্ষে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখার হুমকি প্রদান করেন। অীভযুক্ত সেই এনসিপি নেতার নাম শোয়েব। রবিবার (০১ ডিসেম্বর) বিকেলে রাজশাহী পর্যটন মোটেলে পরিচিতি সভা নিয়ে সংবাদ সম্মেলন করছিলেন রাজশাহী জেলার নবগঠিত আহবায়ক কিমিটির সদস্যরা। এ সময় এনসিপির মহানগর কমিটির একাংশের প্রায় পচিশ-ত্রিশ জনের একটি দল জেলা কমিটির আহবায়ক সাইফুল আলমকে আওয়মীলীগের দোসর আখ্যা দিয়ে তাদের কর্মসূচী ভন্ডুল করার চেষ্টা চালায়।


এ সময় এনসিপি মহানগর কমিটির দুইজন নেতা সংবাদ সম্মেলন চলার সময় সভাকক্ষে জোড়পূর্বক প্রবেশ করে সভাস্থলে নিউজ কাভার করতে যাওয়া গণমাধ্যমকর্মীদের উপর চড়াও হন এবং তাৎক্ষণিক সভাস্থল থেকে সকল সংবাদকর্মকে বের হয়ে যাবার হুকুম দেন। সংবাদকর্মীরা সভাস্থল ত্যাগ না করলে সভাকক্ষের ফটকে তালা মেরে ভেতরে আগুন দেবারও হুমকিও দেয়া হয়। এন নেতা গণমাধ্যমকর্মীদের দিকে আঙ্গুল তুলে চেচিয়ে চেচিয়ে বলতে থাকেন, কানে কি কথা যায়না নাকি’। এনসিপি নেতাদের এমন অসদাচরণ আর সরাসরি হুমকির কারণে উপস্থিত সাংবাদিকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে সাংবাদিকরা একাট্টা হয়ে সেই হুমকিদাতা দুজনকে পর্যটন মোটেলের বাইরে বের করে আনেন। দীর্ঘ সময় এনসিপি নেতাকর্মীদের সাথে সংবাদকর্মীদের বাকবিতন্ডা চলে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। সংবাদকর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এবং জড়িত দুজনের যথপোযুক্ত বিচার দাবি করেছেন। এ ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত এনসিপির সকল কার্যক্রম মিডিয়া কাভারেজ দেয়া থেকে গণমাধ্যমকর্মীরা আপাতত বিরত থাকবেন বলেও জানান। সন্ধ্যায় সংবাদকর্মীরা পর্যটন মোটেল এলাকা ত্যাগ করলেও সেখানেই অবস্থান নিয়ে বসে ছিলো মহানগর এনসিপি নেতাকর্মীরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.