লালমনিরহাট জেলা শহরে অনুমোদনহীন ও মানহীন ক্লিনিক–ডায়াগনস্টিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে সিভিল সার্জনের কার্যালয়, লালমনিরহাট ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১ ডিসেম্বর) এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে শহরের কলেজ রোডে অবস্থিত পালস্ ডায়াগনস্টিকের কার্যক্রম বন্ধ পাওয়া যায়। এ সময় প্রতিষ্ঠানটির দুটি সাইনবোর্ড অপসারণের জন্য কর্তৃপক্ষকে এক ঘণ্টা সময় দেওয়া হয়। পরবর্তীতে পুনরায় পরিদর্শন করে দেখা যায়, সাইনবোর্ড দুটি নামিয়ে ফেলা হয়েছে।
এদিকে মদিনা পাড়ায় অবস্থিত ইসলাম প্যাথলজিতে অভিযানের সময় ৭ বছর ধরে লাইসেন্স হালনাগাদ না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশ, যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ কপোত প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
অন্যদিকে স্টেডিয়াম রোডের ম্যাটিন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৩ বছর ধরে লাইসেন্স নবায়ন না করা, সাধারণ ফ্রিজে মেয়াদোত্তীর্ণ রক্ত সংরক্ষণ, প্রয়োজনীয় রক্ত স্ক্রিনিং কিটের ঘাটতি, অপারেশন থিয়েটার অপরিচ্ছন্ন রাখা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ডা. আব্দুল হাকিম জানান, অনুমোদন ও মান বজায় রেখে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে কিনা তা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।