× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সোনালী ব্যাংক বড়াইগ্রাম শাখার পিএলসি’র নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন

(বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি)

০২ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

নাটোরের বড়াইগ্রামে সোনালী ব্যাংক পিএলসি’র শাখা অফিস স্থানান্তরিত নতুন ভবনে আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫) সকালে আনুষ্ঠানিকভাবে এই নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার’স অফিস রাজশাহীর জেনারেল ম্যানেজার (ইনচার্জ) জনাব মোঃ শওকত জামান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস,

সহকারী কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক  মোঃ জুবায়ের জাহাঙ্গীর, বনপাড়া পৌরসভা নির্বাহী কর্মকর্তা হাফসা, বড়াইগ্রাম থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম সারওয়ার হোসেন,

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম,জেলা বিএনপির সদস্য লুতফর রহমান, বিএনপি নেত্রী মহুয়া নূর কচি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস নাটোরের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) জনাব মোঃ আহসান রেজা।


সঞ্চালনায় ছিলেন বড়াইগ্রামে সোনালী ব্যাংক পিএলসি’র জেনারেল ম্যানেজার মীর শাহাদাৎ হোসেন, 


ব্যাংকের দায়িত্বশীলরা জানান, আধুনিক সুবিধা সমৃদ্ধ এই নতুন ভবন থেকে গ্রাহকরা আরও উন্নত, দ্রুত ও স্মার্ট ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। বিশ্বস্ত ও স্মার্ট— এই স্লোগানকে ধারণ করে সোনালী ব্যাংক জনগণের ব্যাংকিং অভিজ্ঞতাকে আরও সহজ ও যুগোপযোগী করে তুলতে কাজ করে যাচ্ছে।


নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে বড়াইগ্রাম শাখায় ব্যাংকিং কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.