নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) আইন বিভাগ ও সেন্টার ফর লিগ্যাল রিসার্চ (এনএনইউ সিএলআর) যৌথভাবে ‘লোকাস স্টান্ডি: গ্লোবাল পারস্পেক্টিব’ শীর্ষক একটি ‘ল টক’ এর আয়োজন করে। গত ২৭শে নভেম্বর দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট রুমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
উক্ত আলোচনায় মূল বক্তা হিসেবে অংশগ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এবং বাংলাদেশের অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল আনিক আর. হক। হক তার বক্তব্যে লোকাস স্ট্যান্ডি নিয়ে বৈশ্বিক ও বাংলাদেশি প্রেক্ষাপট আলোচনা করেন। তিনি এ বিষয়ক দৃষ্টান্তমূলক মামলা ও এগুলোর রায়ের তাৎপর্য তুলে ধরেন।অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য পেশ করেন অধ্যাপক রিজওয়ানুল ইসলাম। সূচনা বক্তব্যে উক্ত আলোচ্য বিষয়ের তাৎপর্য ও অনীক আর হকের বিশেষ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত), অধ্যাপক আবদুর রব খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এনএসইউ সিএলআর এর এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উপর ইতিবাচক প্রভাব সৃষ্টি করছে বলে তারা বক্তব্য প্রদান করেন।অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ইশতিয়াক আহমেদ। তিনি অনুষ্ঠানটির আয়োজকদের ধন্যবাদ জানান এবং ‘ল’ টক শীর্ষক আলোচনার গুরুত্ব তুলে ধরেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি মূল বক্তা অনিক আর. হকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির সেন্টার ফর লিগ্যাল রিসার্চ এবং ডিপার্টমেন্ট অব ‘ল’ নিয়মিত এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগায় এবং তাদের তাত্ত্বিক জ্ঞানের বিকাশে সহযোগিতা করে।