প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নবীন শিক্ষার্থীদের জন্য ফ্রেশার্স রিসেপশন ও অরিয়েন্টেশন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) দুপুরে গুলশান–১ এর এলিট কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের মাঝে শুরু থেকেই ছিল কৌতূহল, উত্তেজনা এবং নতুন পরিবেশকে জানার আগ্রহ। তাদের স্বাগত জানাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের তথ্যপ্রযুক্তি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বরা।
বাংলাদেশে কম্পিউটার প্রোগ্রামিং কনটেস্ট আন্দোলনের পথিকৃৎ ড. মোহাম্মদ কায়কোবাদ নবীনদের উদ্দেশে অনুপ্রেরণাদায়ী বক্তব্য রাখেন। প্রযুক্তি, মানবিকতা ও স্বপ্ন নিয়ে তাঁর আলোচনা শিক্ষার্থীদের মনোযোগ কেড়ে নেয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির। তিনি নবীনদের স্বপ্ন দেখার সাহস ও একাডেমিক জীবনে অগ্রসর হওয়ার প্রত্যয় জোগান।
পুরো আয়োজনের নেতৃত্ব দেন প্রফেসর ড. শহিদুল ইসলাম খান নাঈম, ডিন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং এবং বিভাগীয় প্রধান, সিএসই। তিনি অনুষ্ঠানটিকে এক ধরনের পারিবারিক মিলনমেলায় রূপ দেন। পাশাপাশি উপস্থিত ছিলেন রেজিস্ট্রার সাকির হোসেন, পরিচালক (স্টুডেন্ট অ্যাফেয়ার্স) আফরোজা হেলেন, হেড অব অ্যাডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস জাহিদ হাসান, এবং অনুষ্ঠানের আহ্বায়ক ড. কাকলী চৌধুরী।
বিকাল ৩টায় মূল অনুষ্ঠান শুরু হলে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয় প্রযুক্তির ভবিষ্যৎ সম্ভাবনা, গবেষণার সুযোগ, প্রতিযোগিতা, ল্যাব সুবিধা ও শিল্প সহযোগিতার নানা দিক। বর্তমান শিক্ষার্থী ও অ্যালামনাইদের সাফল্যের গল্প শোনানো হলে নবীনদের মাঝে আত্মবিশ্বাস আরও বেড়ে যায়।
দিনের শেষে ইন্টার্যাকটিভ সেশন ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে এলিট কনভেনশন হল। গান, কবিতা ও নাচে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, যা নবীনদের নতুন পথচলাকে করে তোলে আরও আনন্দময় ও অনুপ্রেরণাদায়ী।