পাবনা ঈশ্বরদীর চরগড়গড়ি আলহাজ্বমোড়স্থ জগিরমোড়ে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে প্রকাশে গুলি করে ভাইরাল হওয়া তুষার মন্ডলকে (২১) অবশেষে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার(০২ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ও পাবনা ডিবি পুলিশের পরিদর্শক মো. রাশিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত সোমবার (১ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ডিবি পুলিশ সিরাজগঞ্জ জেলার সদর থানার ধানবান্ধি মতিনের ঘাট সংলগ্ন জে. সি. রোড এলাকা থেকে গ্রেফতার করে।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হামলায় ব্যবহৃত পিস্তল, গুলি ও ম্যাগজিনটি ঈশ্বরদীর ভেলুপাড়া জৈনক রবিউল ইসলামের ফাঁকা পতিত জমিতে আতিকের ইটের প্রাচীরের পশ্চিম পাশে মাটি খুঁড়ে পলিথিনে জড়িয়ে রাখা অবস্থায় উদ্ধার করা হয়।
গ্রেফতার তুষার মন্ডল উপজেলার ভেলুপাড়ার মো. আবু তাহেরের ছেলে। সে জামায়াতের মনোনীত ঈশ্বরদী-আটঘড়িয়া আসনের প্রার্থী জেলা জামায়াতের আমির আবু তালেব মন্ডলের ভাতিজা মামুন মন্ডলের ঘনিষ্টসহচর ও জামায়াতের সক্রিয় কর্মী।
পাবনা ডিবি পুলিশের ওসি মো. রাশিদুল ইসলাম জানান, গত ২৭ নভেম্বর/২৫ বিকেলে ঈশ্বরদীর চরগড়গড়ি আলহাজ্ব মোড়স্থ জগিরমোড়ে নির্বাচনী প্রচারণা কেন্দ্র করে জামায়াত ইসলামী ও বিএনপি সমর্থিত এমপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে মো. তুষার হোসেন প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে জনসাধারণের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনার পর উভয় পক্ষ বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করে। বিএনপির পক্ষ থেকে দায়েরকৃত মামলায় তুষার মন্ডল ৬ নং আসামী। ঘটনার পর থেকেই তুষার মন্ডল পলাতক ছিল।