চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া কলঘর সিএনজি ও ব্যবসায়ী সমিতি এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে ১২ তম পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর রাতে গাছবাড়িয়া কলঘরের মাঠে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং চট্টগ্রাম-১৪ আসনের বৃহত্তর সুন্নী জোটের সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকীর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন উরকিরচর মোহাম্মদদিয়া গাউসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাছান রেজা আলকাদেরী (মা.জি.আ.), বিশেষ বক্তা ছিলেন হালিশহর বন্দর হামজার দিঘির পাড়া শাহী জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ আবদুল কাদের সিরাজী আল-কাদেরী।
আমন্ত্রিত অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভার সহকারী কর আদায়কারী কর্মকর্তা আজম খান, সাবেক মেম্বার মো. ইছহাক, মোহাম্মদিয়া কবিরিয়া উম্মে খায়ের সুন্নিয়া মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. রফিক উদ্দিন, মোজাহের পাড়া যুব উন্নয়ন সংগঠনের সভাপতি ও চট্টগ্রাম মিড়িয়া ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুর মোরশেদ, সাংবাদিক লোকমান হাকিম প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।