× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাঘাইছড়িতে পার্বত্য চুক্তির ২৮ বছর পূর্তি গণসমাবেশ

বাঘাইছড়ি প্রতিনিধি

০২ ডিসেম্বর ২০২৫, ১৮:২৩ পিএম

পাহাড়ি জেলা রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে গনসমাবেশ আয়োজন  করছে চুক্তি উদযাপন কমিটি বাঘাইছড়ি।


মঙ্গলবার সকালে উপজেলার তুলাবান উচ্চ বিদ্যালয় মাঠে মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপন চাকমার সভাপতিত্বে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জনসংহতি সমিতির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক শ্রী জুয়েল চাকমা। বিশেষ অতিথি হিসেবে বাঘাইছড়ি জেএসএস সভাপতি পলক জ্যেতি চাকমা, সাবেক সহ-সাধারণ সম্পাদক ত্রীদিব চাকমা,  সমাপ্তি দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, দীর্ঘ ২৮ বছর পার হলেও চুক্তি এখনো বাস্তবায়ন হয়নি। তারা বলেন, চুক্তি করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে আওয়ামী লীগ সরকারের সাথে নয়। চুক্তি বাস্তবায়ন নিয়ে নানা ভাবে ষড়যন্ত্র হচ্ছে বলে জানান বক্তরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.