পাহাড়ি জেলা রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে গনসমাবেশ আয়োজন করছে চুক্তি উদযাপন কমিটি বাঘাইছড়ি।
মঙ্গলবার সকালে উপজেলার তুলাবান উচ্চ বিদ্যালয় মাঠে মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপন চাকমার সভাপতিত্বে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জনসংহতি সমিতির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক শ্রী জুয়েল চাকমা। বিশেষ অতিথি হিসেবে বাঘাইছড়ি জেএসএস সভাপতি পলক জ্যেতি চাকমা, সাবেক সহ-সাধারণ সম্পাদক ত্রীদিব চাকমা, সমাপ্তি দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, দীর্ঘ ২৮ বছর পার হলেও চুক্তি এখনো বাস্তবায়ন হয়নি। তারা বলেন, চুক্তি করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে আওয়ামী লীগ সরকারের সাথে নয়। চুক্তি বাস্তবায়ন নিয়ে নানা ভাবে ষড়যন্ত্র হচ্ছে বলে জানান বক্তরা।