রংপুরে আগামী শনিবার থেকে বৃহস্পতিবার (৬ থেকে ১১ ডিসেম্বর) পর্যন্ত পরিবার কল্যাণ ‘সেবা ও প্রচার সপ্তাহ’ পালন উপলক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২রা ডিসেম্বর) সকালে রংপুর বিভাগীয় পরিকল্পনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আব্দুল মোতালেব সরকার।
রংপুর পরিবার পরিকল্পনা বিভাগ এই সভা আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, সন্তানের সুস্থতা ও জাতির ভবিষ্যৎ নির্মাণে সুস্থ মায়ের কোনো বিকল্প নেই। দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। নারীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারলে মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুহার অনেকাংশে হ্রাস করা সম্ভব।
পরিবার কল্যাণ ‘সেবা ও প্রচার সপ্তাহ’ উদ্যাপন প্রসঙ্গে তিনি বলেন, পরিবার পরিকল্পনা, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পুষ্টি এবং নিরাপদ মাতৃত্ব সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আনাই এই সপ্তাহের মূল উদ্দেশ্য। এসময়ে জেলার সকল ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র এবং মা ও শিশু হাসপাতালে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং কৈশোরকালীন স্বাস্থ্য সেবা প্রদানে বিশেষ পরামর্শ ও সেবা প্রদান করা হবে। পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ সুষ্ঠুভাবে পালনে সরকারের পাশাপাশি তিনি এনজিও প্রতিনিধিগণের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রংপুর বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিচালনা, গর্ভনিরোধক পদ্ধতির সরবরাহ ও ব্যবহার নিশ্চিত করা, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা প্রদান করে আসছে। চলমান কাজে গতিশীলতা আনয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে এই সেবা ও প্রচার সপ্তাহ সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অ্যাডভোকেসি সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুরের সিভিল সার্জন শাহীন সুলতানা, রংপুর সিটি কলেজের অধ্যক্ষ মো. বোরহান উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. মো. ওয়াজেদ আলী, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক সাইফুল ইসলাম সভায় স্বাগত বক্তব্য রাখেন। এতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ের চিকিৎসক ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।