রামপালে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধারসহ দুই সহোদরকে আটক করা হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) রাতে অভিযান পরিচালনা করে তাদের মাদকদ্রব্যসহ আটক করে।
আটককৃতরা হলো, রামপাল থানাধীন হুড়কা গ্রামস্থ নূর মোহাম্মদ মোড়লের ছেলে আসাদুল মোড়ল (২৭) ও তার ছোট ভাই হাসান মোড়ল (২৫)। এদের মধ্যে আসাদুলের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও তার ভাই হাসানের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকাল ১০ টায় হুড়কা গ্রামে আদালত বসিয়ে রামপাল সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী আসাদুলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে হাসান মোড়লকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার হওয়ায় তাকে রামপাল থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর এস,এম জাফর উল্লাহ।