× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজীপুরে কারখানার পানি পান করে তিন শতাধিক শ্রমিক অসুস্থ

মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

০২ ডিসেম্বর ২০২৫, ১৯:০৬ পিএম । আপডেটঃ ০২ ডিসেম্বর ২০২৫, ১৯:২৬ পিএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মোয়াজ উদ্দিন টেক্সটাইল কারখানায় পানি পান করে তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। হঠাৎ বিপুল সংখ্যক শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় কারখানা কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে একদিনের ছুটি ঘোষণা করে। ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায়।

স্থানীয়রা জানায়, কারখানার পানি পান করার পরপরই শ্রমিকদের মধ্যে ডায়রিয়া, মাথাব্যথা, বমি ভাব ও পেটব্যথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে থাকে। অসুস্থদের মধ্যে অন্তত ৫০ জনকে মহাখালী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআরবি) ভর্তি করা হয়েছে। বাকিদের সফিপুরসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

সফিপুর তানহা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদ ইসলাম জানান, “যেসব শ্রমিক এখানে এসেছেন, তারা সবাই খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত। অধিকাংশেরই ডায়রিয়া হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের আইসিডিডিআরবিতে পাঠানো হয়েছে।”

কারখানার শ্রমিক নাসরিন বলেন, “সোমবার সন্ধ্যা থেকেই অনেক শ্রমিক অসুস্থ হতে থাকেন। মাথা ব্যথা, ডায়রিয়া হলেও প্রথমে কারখানা ছুটি দেয়নি। মঙ্গলবার সকালে কাজে ঢোকার পর আরও অনেকে অসুস্থ হয়ে পড়ে।”

চিকিৎসাধীন আরেক শ্রমিক নাসিম হোসেন জানান, “কারখানার পানি পানের পরই পেট ব্যথা শুরু হয়। পরে ডায়রিয়ায় আক্রান্ত হই।”

হঠাৎ এত শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে চিকিৎসকরা মনে করছেন, এটি দূষিত পানি পানের কারণে সৃষ্ট খাদ্যে বিষক্রিয়া হতে পারে। তবে সঠিক কারণ জানতে পানির নমুনা পরীক্ষা করা প্রয়োজন বলে জানান তারা।

মোয়াজ উদ্দিন টেক্সটাইল কারখানার ডেপুটি ম্যানেজার মমিনুল ইসলাম বলেন, “হঠাৎ শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছে। যাদের প্রয়োজন, সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিকদের চিকিৎসার ব্যয় কারখানা কর্তৃপক্ষ বহন করছে।”

এ ঘটনার পর স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। কারখানার পানির উৎস, ট্যাংক ও পাইপলাইনে কোনো দূষণ রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হবে বলে জানা গেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.