× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঘুমন্ত অবস্থায় ফুফু-ভাতিজির ওপর হামলা

জয়পুরহাট প্রতিনিধি

০৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম

জয়পুরহাটের সদর উপজেলার চকবরকত ইউনিয়নের চিরলা গ্রামে গভীর রাতে ঘরে ঢুকে দুর্বৃত্তদের হামলায় ফুফু নিহত হয়েছেন এবং তার ভাতিজি গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত হামলাকারীরা বাড়িতে ঢুকে টিউবওয়েলের লোহার হাতল দিয়ে ফুফু ও তার ভাতিজির মাথায় নির্মমভাবে আঘাত করে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন নুরনাহার বেগম (৫০)। হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান। গুরুতর আহত খাতিজা পাখি (১৭) স্থানীয় পল্লীবালা বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। বর্তমানে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয়রা জানান, হামলার সময় ফুফু ও ভাতিজি একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। তবে কারা এবং কেন এই হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সংগ্রহ করেছে গুরুত্বপূর্ণ আলামত এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, হামলাকারীদের শনাক্তে তৎপরতা বাড়ানো হয়েছে। খুব দ্রুতই দায়ীদের আইনের আওতায় আনা হবে।

এদিকে নৃশংস এই ঘটনায় সারা চিরলা গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.