সাতক্ষীরা জেলা বিএনপির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে দুই প্রভাবশালী নেতার মধ্যরাতে বৈঠক। নির্বাচনের সময় ঘনিয়ে আসার কারণে এ বৈঠককে কেন্দ্র করে জেলাজুড়ে রাজনৈতিক গুঞ্জন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আলিপুর চেকপোস্ট এলাকায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও আলিপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফের নিজ বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি এবং জেলা বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা আলহাজ্ব নাসিম ফারুক খান মিঠু।
বৈঠকে উপস্থিত ছিলেন, দৈনিক যুগের বার্তার সম্পাদক-প্রকাশক আবু নাসের মো. আবু সাঈদ, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড. কামরুজ্জামান ভুট্টো, যুবদল নেতা উজ্জ্বল কুমার সাধু, যুবনেতা সাফিন আরমান খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বৈঠকের মূল আলোচনা বিষয় ছিল- মাঠপর্যায়ের সংগঠন শক্তিশালী করা, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, কেন্দ্রভিত্তিক কমিটি সক্রিয়করণ, তরুণ ভোটারদের সম্পৃক্ততা বৃদ্ধি ও নির্বাচনী প্রচারণায় নতুন কৌশল গ্রহণ।
এ ছাড়াও, আসন্ন নির্বাচনে অভ্যন্তরীণ বিভাজন ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে নেতারা একমত হন। দলীয় মনোনয়ন–পরবর্তী পরিস্থিতি, বিরোধী দলের সম্ভাব্য কৌশল এবং ভোটকেন্দ্র সংক্রান্ত নিরাপত্তা বিষয়ও আলোচনার অংশ ছিল।
শেখ তারিকুল হাসান বলেন, সাম্প্রতিক সময়ে জেলা বিএনপির ধারাবাহিক বৈঠক, নেতাদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার মনোভাব এবং সর্বশেষ এই মধ্যরাতের কৌশলগত আলোচনা সব মিলিয়ে সাতক্ষীরা-০২ আসনে বিএনপির পক্ষে একটি শক্তিশালী সমীকরণ তৈরি করেছে।
স্থানীয়রা বলছেন, নেতাদের ঐক্য ও নতুন কৌশল মাঠপর্যায়ে ইতিবাচক বার্তা দিচ্ছে। এতে ভোটারদের মধ্যে আস্থা বাড়ছে। অনেকেই মনে করছেন, এবারের নির্বাচনে সাতক্ষীরা-০২ আসনে বিএনপি আগের তুলনায় বেশি সুসংগঠিত ও প্রস্তুত।