নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে পরিবারকল্যাণের কর্মীরা কর্মবিরতি কর্মসূচি পালন করছে। পূর্বে ঘোষণানুযায়ী সারাদেশের ন্যায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারিদের অংশ গ্রহণে মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে টানা ১০ দিনের এই কর্মবিরতি শুরু হয়ে বুধবার ৩ ডিসেম্বরও চলমান রয়েছে।
নিজেদের দাবি আদায়ের লক্ষে বক্তব্য রাখেন, পরিবারকল্যাণ কর্মী মেহেদী হাসান, আয়েশা আক্তার, মরিয়ম বেগম,পারভীন আক্তার।
বক্তারা বলেন, আমরা মা ও স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিচ্ছি। অথচ আমাদের চাকরি রাজস্ব খাতে থাকলেও কোনো পদন্নোতি হয়নি। নিয়োগেরপর থেকেই আমাদেরকে সুবিদা বঞ্চিত করা হচ্ছে। আমাদের ন্যায্য অধিকারের দাবীতে আমরা প্রাথমিক পর্যায়ে মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে ১০ দিনের কর্মসূচি শুরু করেছি। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি পালন করবো।
তারা আরও বলেন, আমাদের চাকরি রাজস্ব খাতভুক্ত, কিন্তু নিয়োগবিধি নেই এবং পরিবারকল্যাণ পরিদর্শিকার বিদ্যমান নিয়োগবিধি সংশোধন হয়নি। সে জন্য আমরা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি।
এদিকে তাদের কর্মবিরতির কারণে উপজেলার ১৬ টি ইউনিয়নে মা ও শিশুরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। এ কর্মসূচি চলমান থাকলে মানুষের উপকারভোগীদের দুর্ভোগ বাড়বে বলে জানিয়েছে স্থানীয়রা।