× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নালিতাবাড়ীতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি

পুলক রায়, নালিতাবাড়ী (শেরপুর):

০৩ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৩ পিএম

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেডে পদোন্নতির দাবিতে শেরপুরের নালিতাবাড়ীতে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে নালিতাবাড়ী ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে কোনো সাড়া না পাওয়ায় বাধ্য হয়েই তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন। তারা আরও বলেন, আজকের অর্ধদিবস কর্মসূচির পরও যদি দপ্তর তাদের যৌক্তিক দাবি বাস্তবায়নে উদ্যোগ না নেয়, তাহলে ৪ ডিসেম্বর সকাল থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। প্রয়োজনে দাবি আদায় না হওয়া পর্যন্ত ধাপে ধাপে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

কর্মসূচিতে বক্তব্য দেন শেরপুর জেলার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট প্রতিনিধি শহীদুল ইসলাম, শামীম আল মামুন, মেহেদী হাসান, রেখা আক্তার, রেজাউল করিম, আবুজার রশনি, আরিফুল ইসলাম সুজন এবং এ.কে.এম. মাসুদ রানা প্রমুখ।

প্রতিবাদী স্লোগান, ব্যানার ও মানববন্ধনমুখর এ কর্মসূচিতে অংশ নিয়ে অংশগ্রহণকারীরা দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.