নীলফামারীর বনফুল মোড়ে মালভর্তি ট্রাকের ধাক্কায় ছকত আলী (৬৭) নামে এক নৈশপ্রহরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৬টার দিকে নীলফামারী–সৈয়দপুর হাইওয়ের বনফুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছকত আলী পৌরসভার পূর্ব কুখাপাড়া ধনীপাড়া এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ডিমলা থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রাক বনফুল মোড়ে ছকত আলীকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে ছিন্নভিন্ন অবস্থায় মরদেহ উদ্ধার করে সড়ক স্বাভাবিক করে।
ওসি আরও বলেন, “দুর্ঘটনার পরপরই ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।”
এ ঘটনায় সদর থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা রুজু করা হয়েছে। পুলিশ পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্তে চেষ্টা চালাচ্ছে বলে জানায়।
স্থানীয়রা জানান, বনফুল মোড়ে ভোরের দিকে ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণে না থাকায় সড়কের ওই অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা এলাকাটিতে ট্রাফিক মনিটরিং ও স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানিয়েছেন।