বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। বুধবার (১৯ নভেম্বর) কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বের অভিযোগের ভিত্তিতে যে বহিষ্কারাদেশ দেওয়া হয়েছিল, তা পুনর্বিবেচনার পর প্রত্যাহার করা হয়েছে। ফলে মিরাজ মাহমুদ আবারও আগের মতো ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন এবং তার ওপর কোনো সাংগঠনিক নিষেধাজ্ঞা থাকবে না।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাইম উদ্দিন নাইম বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্তটি অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে ছাত্রদল সূত্র জানায়, সংগঠনের ভিতরে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। চাঁদপুরে ছাত্রদল নেতা মিরাজ মাহমুদের বহিষ্কারাদেশ প্রত্যাহার।