× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে আনলোড ড্রেজারের পাইপ ভাংচুর করেছে দূর্বৃত্তরা : থানায় অভিযোগ

মো: তুহিন ফয়েজ,মতলব চাঁদপুর|

০৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৫০ পিএম

চাঁদপুরের মতলব উত্তরে বাড়ি নির্মাণের বালু সরবরাহ করার  সময়  ১০ টি (২শ ফুট)  আনলোড ড্রেজারের পাইপ ভাংচুর করেছে দূর্বত্তরা । এ ঘটনায় ড্রেজার মালিক দেওয়ান অলিউল্লার ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি ৷

এব্যাপারে  বুধবার ( ৩ ডিসেম্বর) মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি ৷
অভিযোগে বলা হয় আমি ব্যবসা করার সুবাদে কতিপয় অজ্ঞাতনামা বিবাদীরা দীর্ঘদিন যাবৎ আমার ক্ষতিকরার পায়তারা করিয়া আসিতেছে ৷ আমি গত ২৮ নভেম্বর ধনাগোদা নদী হইতে আনলোড ড্রেজারের পাইপ স্থাপন করিয়া স্থানীয় শাখারীপাড়া  জনৈক মো: কাইয়ুম এর একটি জায়গা ভরাড কাজ শুরুকরি ৷


তারই ধারা বাহীকতায় ঘটনার দিন  ১ ডিসেম্বর রাতের আধারে  অজ্ঞাতনামা লোকজন  আমার স্থাপিত ড্রেজারের প্রায় ১০টি - ৬ ইঞ্চি আরএফএল পাইপ কোপাইয়া  ভেঙ্গে ফেলে এতে আমার ৪০ হাজার টাকার ক্ষতিসাধন করেন অজ্ঞাতনামা বিবাদীরা ৷পরবর্তীতে আমি স্থানীয়ভাবে অনেক খোঁজখবর নিয়েও অজ্ঞাতনামা বিবাদীদের বিষয়ে কোন কিছু জানতে পারিনাই ৷ এবং স্থানীয় গন্যমান্যব্যাক্তিদের অবহিত  করিলে তাহারা আমাকে আইনের আশ্রয় নেওয়ার জন্য পরামর্শ দেন ৷

আনলোড ড্রেজার মেস্ত্রী মো: সান্ত  জানায়,ঘটনার দিন সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি কেবা/ কারা ড্রেজারের পাইপ  ভেঙ্গে ফেলেছে আমি ঘটনাস্থল দক্ষিণ হাজীপুর পাইপ লাইনের কাছে এসে  দেখি ১০ টি পাইপ ভাঙ্গা অবস্থায় রয়েছে। এসময় স্থানীয় ব্যক্তিদেরকে জিজ্ঞেস করলে তারা বলে সন্ধ্যা পর্যন্তত পাইপ গুলো আমরা ভালোই দেখে ছিলাম। কারা করেছে একাজ আমরা জানিনা ৷

এবিষয়ে ড্রেজার মালিক ফরাজিকান্দী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক  ও ইউপি সদস্য দেওয়ান অলিউল্লাহ  পুলিশ প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের  জোর দাবি জানান ৷

এ ব্যাপারে  মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রবিউল হক বলেন, উক্ত ঘটনার বিষয়ে একটি  অভিযোগ পেয়েছি ।  তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.