× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিংড়ায় পরিবেশ কর্মীদের অভিযানে ৫ শালিক মুক্ত, ২ হাজার মিটার জাল জব্দ

সিংড়া (নাটোর) প্রতিনিধি:

০৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৬ পিএম

নাটোরের সিংড়ায় চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের অভিযানে ৫ টি শালিক অবমুক্ত, ১টি জবাইকৃত বক উদ্ধার এবং প্রায় ২ হাজার মিটার পাখি মারার জাল জব্দ করা হয়।  

বুধবার ( ৩ ডিসেম্বর) ভোর থেকে ৩ ঘন্টা অভিযান পরিচালনা করেন পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, পরিবেশ কর্মী মোতালেব হোসেন। 
অভিযানে উপজেলার তাজপুর ইউনিয়নের ক্ষরসতি ও বিলের ৫ টি শালিক অবমুক্ত,১টি জবাইকৃত বক উদ্ধার করে মাটিতে পুতে ফেলা হয়।

এসময় তারেক নামে একজন কিশোর পাখি আর না মারা শর্তে মুচলেকা দেয়। অভিযানে ২ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার এবং বাঁশের সরঞ্জাম জব্দ সহ পুড়িয়ে দেয়া হয়। 

পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ বলেন, শীতের সময় চলনবিলে নানা প্রজাতির পাখির আগমন ঘটে। কিছু অসাধু পাখি শিকারী পাখি নিধন করে আসছে। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। তথ্য পেলে সেই এলাকায় গিয়ে অভিযান সহ সচেতনতা বাড়ানো হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.