রাজশাহীর তানোরে উপজেলা সাব-রেজিষ্ট্রার কার্যালয়ে উপজেলা দলিল লেখক সমিতির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ৩ ডিসেম্বর বুধবার সাব-রেজিষ্ট্রার কার্যালয় চত্ত্বরে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তুলে ধরে বক্তব্য রাখেন তানোর পৌর বিএনপির সাবেক সম্পাদক, বিআরডিবি'র চেয়ারম্যান ও সিনিয়র দলিল লেখক আরশাদ আলী, খাইরুল ইসলাম,গোলাম রাব্বানী, ওবাইদুর হক দুলাল, রায়হান আলী,আব্দুস সামাদ,আবুল হোসেন ও সোহেল রানা। আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।এসময় উপস্থিত ছিলেন মাহাফুজুল হক লেলিন, আনসার আলী,আব্দুর রাজ্জাক, খোকন, হাবিবুর রহমান হাবিব,মুঞ্জুর রহমান,দেলোয়ার হোসেনপ্রমুখ।এছাড়াও দলিল লেখক সমিতির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।