চন্দনাইশ পৌরসভা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল ০২ ডিসেম্বর সন্ধায় চন্দনাইশ সদর শাহ আমিন পার্ক প্রাঙ্গণে চন্দনাইশ পৌরসভা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এলডিপির সভাপতি আকতার আলম, চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি আইনুল কবিরের সভাপতিত্বে, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আকতার উদ্দীন, আলহাজ¦ সালাহ আহমদ কোম্পানী, সাবেক কাউন্সিলর সবুজ, আবদুল মাবুদ, মাস্টার মাহফুজ, মো. মহিউদ্দীন, জমির উদ্দীন, শাহদাৎ হোসেন মুন্না, নজরুল ইসলাম মো. মোজাম্মেল, রবি প্রমুখ। বিএনপির চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়্যদুল হক।