বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি কামনা করেন রামপাল উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। বুধবার (০৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরা, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রামপাল-মোংলা আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারি, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম প্রমুখ। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া'র দ্রুত আরোগ্য কামনা করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।