সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় ঝালকাঠির নলছিটিতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বাদ আসর পৌর কিন্ডারগার্টেন প্রাঙ্গনে ছাত্রদলের আয়োজনে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল খান, পৌর বিএনপির সহ- সভাপতি সরোয়ার হোসেন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়াউল কবির মিঠু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বশির তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুজন খান, যুগ্ম আহবায়ক মিরাজ হোসেন, সুপ্রিম খান, পৌর ছাত্রদলের আহবায়ক রনি তালুকদার, যুগ্ম আহবায়ক ফয়সাল সিকদার, মো. শাওন, সদস্য সচিব সাব্বির আহমেদ, রাকিব আহমেদ, সরকারি নলছিটি ডিগ্রি কলেজের সাবেক সভাপতি রাকিব গাজী, সভাপতি নাইম হোসেন হিমেল, সাধারণ সম্পাদক রাকিব আহমেদ প্রমুখ।
এসময় উপস্থিত সকলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন বায়তুল আল ইমান জামে মসজিদের পেশ ইমাম মুফতি হানযালা নোমানী।