নাটোরে বার্ষিক পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ ৩ ডিসেম্বর বুধবার সকাল ৯ টার দিকে নাটোর শহরের হাফরাস্তা এলাকায় সড়কে এই বিক্ষোভ করে তারা। শিক্ষার্থীরা জানায় শিক্ষকদের আন্দোলনের কারণে হঠাৎ করেই দুইদিন তাদের পরীক্ষা গ্রহণ স্থগিত করা হয়। এতে অনেক শিক্ষার্থী স্কুলে গিয়ে ফিরে আসে। কিন্তু গত রাতে আবার হঠাৎ করেই তাদের কর্মসূচির স্থগিত করে পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
রাতের বেলায় এমন সিদ্ধান্ত নেয়ায় শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারেনি। তাই আজকের পরীক্ষা স্থগিত করে অন্য দিনে নেয়ার জন্য তারা দাবি জানায়। এদিকে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সাথে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানান।