× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ক্ষেতলালে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ

০৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় জয়পুরহাটের ক্ষেতলালে পৃথক দুই স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় ক্ষেতলাল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এবং জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের বিএনপির এমপি প্রার্থী ও সাবেক ডিসি আব্দুল বারীর নেতৃত্বে ক্ষেতলাল সরকারি সাঈদ আলতাফুন্নেসা কলেজ মাঠে প্রথম দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দীক, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাফিউল হাদী মিঠুসহ কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী।

অপরদিকে, বাদ আসর ক্ষেতলাল কেন্দ্রীয় জামে মসজিদে সাবেক এমপি ও বিএনপির মনোনয়ন বঞ্চিত ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার নেতৃত্বে আরেকটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম নূর ইসলাম মোহন। মোনাজাত শেষে উপস্থিতদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.