× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডে বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

০৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

সীতাকুণ্ডে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা হলরুমে উপজেলা পরিষদের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম।

সভায় সীতাকুণ্ডের সকল সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং এনজিও প্রতিনিধিরা যৌথভাবে বিজয় দিবস উদযাপনের কর্মসূচি গ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন—

বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ আবুল মনসুর, মুক্তিযোদ্ধা মহরম আলী, মুক্তিযোদ্ধা মোঃ ফারুক, পৌরসভা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, প্রকৌশলী আলমগীর বাদশা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাজাম্মল হোসেন, শিক্ষা অফিসার ইসমত আরা বেগম, সমাজসেবা কর্মকর্তা লুৎফর নেছা বেগম, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা প্রনবেশ মহাজন এবং পশু সম্পদ কর্মকর্তা ডাঃ কল্লোল বড়ুয়া।

এছাড়া বক্তব্য রাখেন—

সীতাকুণ্ড ডিগ্রি কলেজ শিক্ষক আবুল হাসেম, সীতাকুণ্ড সরকারি বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ আই আহসান উল্লাহ নিজামী, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, ডাঃ কে.এম. জুবাইদুল হুদা, ফায়ার অফিসার বেলাল হোসেন, আনসার কর্মকর্তা শাহিনুর রহমান, বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, মোজাদ্দেদিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন, পিআইও জামিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

সভায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.