চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের উদ্যোগে বুধবার (৩ নভেম্বর) মাগরিবের নামাজের পর আন্দরকিল্লা শাহী জামে মসজিদে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন শাহী জামে মসজিদের খতীব মাওলানা আনোয়ারুল ইসলাম আনসারী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এম. সাঈদুল ইসলাম ও সহ-সভাপতি তারেক ইকবাল রনি। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের বর্তমান আহ্বায়ক মো. ইদ্রিচ, সদস্য সচিব মনির উদ্দিন শাওন, যুগ্ম আহ্বায়ক রেজা হায়াত খান, নাঈম উদ্দিন দিপু, তৌহিদুল ইসলাম, ইসতাফিজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদস্য ইব্রাহীম, আসহাব কোরাইশী, কামরুল হাসান কাদের, নিয়ামুল হক হৃদয়, বোরহান, আমিনুল ইসলাম, দানিয়াল আলম, রায়হান, পারভেজ, আশিখ রানাসহ ছাত্রদলের আরও বহু নেতা-কর্মী।
আয়োজকরা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশের সমৃদ্ধি-কল্যাণে সকলের প্রতি দোয়ার আহ্বান জানান।