× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চকরিয়ায় নতুন হাওয়া—ইউএনও শাহীন দেলোয়ারের আগমনে উন্নয়নে নতুন স্বপ্ন

আলফাজ মামুন নুরী, চকরিয়া (কক্সবাজার)প্রতিনিধি

০৪ ডিসেম্বর ২০২৫, ১৩:০২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চকরিয়ায় জেলা প্রশাসনের নতুন প্রাণশক্তি হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ শাহীন দেলোয়ার। বুধবার সকালে বিদায়ী ইউএনও মোহাম্মদ আতিকুর রহমানের কাছ থেকে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো তার নতুন পথচলা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই পরিবর্তন আনা হয়। সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার থেকে পদোন্নতি পেয়ে এবার চকরিয়ায় ইউএনও হিসেবে যোগ দিলেন শাহীন দেলোয়ার।

এদিকে এক বছর সাত দিনের দায়িত্ব শেষে চকরিয়া থেকে বিদায় নিলেন ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান। তাকে নতুন কর্মস্থল কৃষি মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

দায়িত্ব নেওয়ার পরেই নবাগত ইউএনও শাহীন দেলোয়ার বলেন, চকরিয়া সমৃদ্ধ সম্ভাবনার একটি উপজেলা। প্রশাসনের কাজগুলো গোছগাছ করে নিয়ে খুব দ্রুতই উন্নয়ন কার্যক্রমে ঝাঁপিয়ে পড়বো। মানুষের সহযোগিতা পেলে চকরিয়াকে আরও সুন্দর, আধুনিক ও সেবামুখী উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

চকরিয়ার উন্নয়নে নতুন ইউএনও’র এই প্রতিশ্রুতি স্থানীয়দের মাঝে নতুন প্রত্যাশার জন্ম দিয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.