মাদারীপুর কালকিনি “পরিকল্পিত পরিবার, নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার” প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০২৫ (৬–১১ ডিসেম্বর) উপলক্ষে কালকিনি উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আবদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কালকিনি।
সভায় উপস্থিত ছিলেন ডা. আবদুল্লাহ আকিব, মেডিক্যাল অফিসার, এমসিএইচ-এফপি, মো. আশরাফুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মো.আরিফুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার ,নাসিমা আক্তার, সহকারী কল্যাণ কর্মকর্তা,উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী, উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, সদর ক্লিনিকের প্রতিনিধিসহ বিভিন্ন স্টেকহোল্ডার ও সাংবাদিকবৃন্দ।