ছবি: সংবাদ সারাবেলা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী জেলা শাখার আহবায়ক সাইফুল ইসলামকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। গত ২৯ নভেম্বর রাজশাহী জেলা কমিটির নাম ঘোষণা করে কেন্দ্র। কমিটিতে সাইফুল ইসলামকে আহ্বায়ক করার কারনে প্রথম থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধারা প্রতিবাদ জানিয়ে আসছিলেন। জেলা কমিটির আহ্বায়কের বহিস্কারের দাবি তুলে গত সোমবার (১ ডিসেম্বর) বিক্ষুব্ধরা ৪৮ ঘন্টার সময় বেঁধে দেন। বেঁধে দেয়া সময় শেষ হবার পরে বুধবার (৩ ডিসেম্বর) রাতে বিক্ষুব্ধরা এনসিপির মহানগর কমিটি ও নতুন জেলা কমিটির অস্থায়ী কার্যালয়ে গিয়ে আহ্বায়ক সাইফুলের বহিস্কারের দাবি তোলেন। রাতের মধ্যেই তাকে বহিষ্কার না করলে কার্যালয় তালা মেরে দেবার হুমকি দেয় বিক্ষুব্ধ ছাত্ররা। এসময় রাজশাহী মহানগর কার্যালয়ে অবস্থান করা ৫-৬ জন শীর্ষ নেতা অবরুদ্ধ হয়ে পড়ে। এসময় আন্দোলনকারীরা `সাইফুল একটা দালাল' `দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত' `ইনকিলাব জিন্দাবাদ' সহ বিভিন্ন স্লোগান দেন।
আহ্বায়কের বহিষ্কারের দাবিতে বুধবার (৩ ডিসেম্বর) রাতে রাজশাহী নগরের চন্ডিপুর কদমতলায় রাজপাড়া থানার সামনে থেকে মিছিল শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধারা। মিছিলটি রাজশাহী জেলা এনসিপির অস্থায়ী কার্যালয়ের সামনে গিয়ে কার্যালয়ে তালা দেন। পরে, ওই কার্যালয়ের দেয়াল, ভবনের প্রধান ফটক ও সাইফুলের ছবিতে লাল রংয়ের ক্রসচিহৃ দিয়ে আওয়ামী দালালসহ বিভিন্ন প্রতিবাদমূলক বাক্য লিখে রাজশাহী জেলা ও মহানগর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোভকারীরা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলার প্রতিনিধি আব্দুল বাশির জানান, জাতীয় নাগরিক পার্টির রাজশাহী জেলার নবনির্বাচিত আহবায়ক সাইফুল ইসলাম ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলাকারী আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী শুটার রুবেলের একজন সহযোগী। নিউরন কোচিং সেন্টারের মালিক সাইফুল ছিলেন আওয়ামী লীগের অর্থ যোগানদাতা। এ ঘটনার প্রেক্ষিতে আমরা জাতীয় নাগরিক পার্টিকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিলাম; কিন্তু সেই সময়ের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন না হওয়ায় আমরা রাজশাহী জেলা এনসিপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছি। একই সাথে রাজশাহীতে এনসিপি কে অবাঞ্চিত ঘোষণা করা হলো।
এদিকে ঘটনার পরপরই, অভিযুক্ত এনসিপি নেতা সাইফুল তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, এনসিপি রাজশাহী মহানগরের কিছু নেতা জেলা কমিটির উপর তাদের কর্তৃত্ব ফলাতে চায়। মহানগর কমিটি একচ্ছত্র আধিপত্য বাস্তবায়ন করতে চাই। এই কারণেই ষড়যন্ত্রমূলক এমন অপপ্রচার ও কর্মকান্ড চালানো হচ্ছে।
জাতীয় নাগরিক পার্টি রাজশাহী জেলা কমিটি ঘোষনার পর থেকেই রাজশাহীতে দলটির বিভক্তি জনসম্মুখে আসে। এ নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ চান তৃণমূলের নেতা কর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
