× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কিশোরগঞ্জে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

ইমরান হোসেন, কিশোরগঞ্জ:

০৪ ডিসেম্বর ২০২৫, ১৫:০০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

কিশোরগঞ্জে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, সার বিক্রেতা আইডি কার্ড ধারীদের ২০০৯ সালের নীতিমালা বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় কিশোরগঞ্জ জেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের আয়োজনে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা, ট্রেড অর্গানাইজেশন (টি.ও) লাইসেন্স পুন:প্রদান এবং ‘সার সংক্রান্ত নীতিমালা ২০২৫’ সংশোধনের দাবিতে জেলা প্রশাসকের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নতুন ‘সার সংক্রান্ত নীতিমালা ২০২৫’ বাস্তবায়ন হলে দেশে প্রায় ৪৫ হাজার খুচরা সার ডিলার কার্যক্রম বন্ধ হয়ে যাবে এবং সার বিতরণের পুরো দায়িত্ব আবারও বিসিআইসির অধীনে চলে যাবে। এতে হাজারো পরিবার জীবিকা হারানোর আশঙ্কা রয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়ে
শন অব বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. হাবিবুর রহমান, সহ সভাপতি আলহাজ মো: মাসুম বিল্লাহ রিজভী, মো: কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আ. করিম, সহ সাধারণ সম্পাদক মো.জামান মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. তৈমুর আকন্দ প্রমুখ।

উক্ত মানববন্ধনে ১৩টি উপজেলার বিভিন্ন এলাকার খুচরা সার বিক্রেতা ও কৃষকরা অংশ নেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.