ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন সাংবাদিকদের সাথে পরিচিত হন। পরে তিনি কাঁঠালিয়া উপজেলার সমস্যা, সম্ভাবনা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মো. মাসউদুল আলম, সাধারণ সম্পাদক মো. শহীদুল আলম, সহ-সভাপতি ফয়সাল আহমেদ মিঠু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খাইরুল আমিন ছগির, সদস্য সিরাজুল ইসলাম রনি, সাংবাদিক আব্দুল হালিম, ফারুক হোসেন খান, খান, মো. জুশফিকুর রহমান, মো. রাসেল সিকদার, বাদল হাওলাদার, মো. আবুল কালাম, এম এ আজিজ, হারুন সিকদারসহ অনেকে।